গত ২৮ আগস্ট বুধবার লন্ডনের নিডা হাউজে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে গত বছর যুক্তরাজ্যে উচ্চ শিক্ষার্থে আসা সামসুউদ্দিন মাসুমের সাথে যুক্তরাজ্যস্থ হবিগঞ্জবাসীর মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। বানিয়াচং তথা হবিগঞ্জের কৃতি সন্তান সামসুউদ্দিন মাসুম গত বছর কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যে উচ্চ শিক্ষার্থে আসেন এবং অত্যন্ত সফলতার সাথে কোর্স সম্পন্ন করে বাংলাদেশের উদ্দেশ্যে গত শনিবার যুক্তরাজ্য ত্যাগ করেন। বাংলাদেশে যাওয়ার আগে গত ২৮ আগস্ট বুধবার লন্ডনের নিডা হাউজে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে গত বছর যুক্তরাজ্যে উচ্চ শিক্ষার্থে আসা সামসুউদ্দিন মাসুমের সাথে যুক্তরাজ্যস্থ হবিগঞ্জবাসীর মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চ্যানেল আইয়ের নিয়মিত ইসলামিক নাত ও গজল শিল্পী শাইখ হাফেজ মোঃ জহিরুল ইসলাম। যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব এম এ আজিজের সভাপতিত্বে ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা আলমগীর চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এবং সাবেক ছাত্রনেতা মোঃ নিয়ামুল হক মাক্সীম ও আবির চৌধুরী তরুণের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রথম সচিব বাংলাদেশ হাই কমিশন লন্ডন স্বদীপ্ত আলম, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জুবায়ের আহমেদ, শহীদুল চৌধুরী বাচ্চু, বাকী বিল্লাহ জালাল, সৈয়দ মোস্তাক আহমেদ, আলমগীর চৌধুরী, ওয়াহিদ আহমেদ, জাহাঙ্গীর আলম, আলামিন মিয়া, কাজী তাজ উদ্দিন আকমল, রিয়াজ চৌধুরী, নুরুল ইসলাম, শাহজাহান কবির, হেলাল আহমেদ, একেএম মোফাজ্জল হাসান শ্যামল, শিমুল চৌধুরী, গোপেশ দেব, রাতুল দত্ত, আকিব হাসান, হাফিজ মোঃ জহিরুল ইসলাম, ফখরুল ইসলাম, তরুণ চৌধুরী আবির, নাজমুল হক তুষার, রাজু দেব, নাহার মিয়া প্রমুখ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দের সাথে নিজের শিক্ষা জীবন ও কর্মক্ষেত্রের অনেক বাস্তব অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন সামসুউদ্দিন মাসুম। পাশাপাশি যুক্তরাজ্যে অনেক নামকরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আমাদের হবিগঞ্জের ভাই বোনেরা যেন তাদের সঠিক অধ্যবসায় ও কঠোর পরিশ্রেিমর মাধ্যমে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে হবিগঞ্জ তথা বাংলাদেশের মুখ বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারেন এই প্রত্যাশা করেন। উক্ত মতবিনিময় ও নৈশভোজে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিভিন্ন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com