মো. টিপু মিয়া ॥ লাখাই উপজেলার বামৈ গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়েছে। আহত শ্রমিক হলেন ভাদিকারা গ্রামের আলীম উদ্দিন (২০)।
আহত আলিম উদ্দিনের সহকর্মী ইছাক মিয়া জানান, রবিবার আমি ও আলিম তার চাচার বাড়ির কাজ করতে গিয়েছিলাম। সারাদিন ঘরের ভিতর কাজ শেষে সন্ধ্যা ৭টার দিকে সেই ঘরের বিদ্যুত সংযোগ দেয়ার জন্য লাইন টানি। ওই সময় সে মই দিয়ে একটি খুঁটিতে উঠে এবং আমি তা নিচে ধরে রাখি। এ সময় আলিম যেই দুটি তার এক সাথে সংযুক্ত করল, সাথে সাথে ইলেকট্রিক শটে চারদিক আলোকিত ও বিরাট শব্দের সৃষ্টি হয়। সেই আলোয় তার সমস্ত শরীর পুড়ে যায়। ইলেকট্রিক শটে সে উপর থেকে নিচে পড়ে যায়। এতো উপর থেকে পড়ে গিয়ে সে আরও গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। সাথে সাথেই দায়িত্বরত চিকিৎসক ডাঃ হায়দার আলী খন্দকার তার চিকিৎসা শুরু করেন। কিন্তু তার অবস্থা আরও অবনতি ঘটলে তিনি তাকে ঢাকা রেফার করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com