স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে স্থানীয় একটি কনভেনশন সেন্টারে উপজেলা বিএনপির আহবায়ক পারভেজ হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির ১ম যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপি সদস্য অ্যাডভোকেট আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওমর আলী খান, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ, পৌর বিএনপির আহবায়ক আবুল বাশার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী অলিউল্লাহ, মাহবুবুর রহমান সোহাগ, চৌধুরী ফজলে ইমাম সুমন, চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, হাবিবুর রহমান মানিক, পৌর যুগ্ম আহবায়ক হাজী ফিরোজ মিয়া, বাবুল হোসেন, বিএনপি নেতা হাজী বজলুর রহমান ভূইয়া, আবু রাশেল মোঃ শাহীন, আব্দুর নূর সর্দার, জালালউদ্দিন, জামাল মোঃ আবু নাসের, হিরেশ ভট্টাচার্য্য হিরো, উপজেলা যুবদলের সভাপতি এনায়েতউল্লাহ, সাধারণ সম্পাদক কবির চৌধুরী, যুবদল নেতা সাদেক মিয়া, এখলাসুর রহমান সিরাজী, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফরিদুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি এস.এম ইকরাম মির্জা, সাধারণ সম্পাদক মারুফ মিয়া, পৌর ছাত্রদলের আহবায়ক আলমগীর কবির প্রমূখ। বক্তাগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃর্শত মুক্তি দাবি করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com