স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাকিল চৌধুরী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য জাকারিয়া চৌধুরী। প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী। উপস্থিত সকলের সম্মতিক্রমে বার্ষিক প্রতিবেদন ও আয় ব্যয়ের হিসাব অনুমোদন করা হয়।
প্রতিবেদনে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদসহ যারা সাংবাদিক ফোরামকে আর্থিকসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পরে সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর পরিচালনায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ও টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক এম এ ওয়াহেদ, সংগঠনের সাবেক সভাপতি শাহ্ মশিউর রহমান কামাল, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি প্রদীপ দাশ সাগর, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, অপু চৌধুরী, দিদার এলাহী সাজু, মামুন চৌধুরী, এমদাদুল ইসলাম সোহেল, মোহাম্মদ নূর উদ্দিন, আবু হাসিব খান চৌধুরী পাবেল, ফয়সল চৌধুরী, মঈন উদ্দিন আহমেদ, মোঃ কাউছার আহমেদ, আখলাছ আহমেদ প্রিয়, সৈয়দ মশিউর রহমান, মীর আব্দুল কাদির, একে কাওছার, নজরুল ইসলাম, কাজী মিজানুর রহমান মিজান, এম সজলু, সাইফুর রহমান তারেক, আশাহিদ আলী আশা, শাহ্ সুলতান আহমেদ, তাফহিম চৌধুরী, সেন্টু আহমেদ, খন্দকার আলাউদ্দিন, রায়হান উদ্দিন প্রমূখ।
সভায় ৫টি উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলের সম্মতিক্রমে রাসেল চৌধুরীকে প্রধান, শাহ্ মশিউর রহমান কামাল এবং প্রদীপ দাশ সাগরকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন সেপ্টেম্বর মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করবেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com