স্টাফ রিপোর্টার ॥ আজ হবিগঞ্জে ছাত্রলীগের বিশেষ কর্মীসভায় যোগ দিচ্ছেন ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক অবস্থা আরো সুসংগঠিত করার লক্ষ্যে এই বিশেষ কর্মীসভার আয়োজন করা হয়েছে। কর্মীসভাটি সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। কর্মীসভায় হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com