নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে মাদক বিরোধী অভিযানে কুখ্যাত ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো জালিয়া বস্তির মোজাফর আলীর ছেলে আব্দুল আজিজ (৩৫) ও সাত্তালিয়া এলাকার নুর মিয়ার ছেলে জসিম (২৫)।
১ সেপ্টেম্বর ভোররাতে উপজেলার মিরাশি ইউনিয়নে পৃথক স্থানে অভিযান চালিয়ে ওসি শেখ নাজমুল হকের নেতৃত্বে এসআই শেখ আলী আজহার ও এসআই শহীদুল ইসলাম ১০৫ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করেন। ওসি শেখ নাজমুল হক জানান, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। চুনারুঘাট উপজেলার ভারত ঘেষা সীমান্ত এলাকার সব মাদক স্পট গুড়িয়ে দেওয়া হবে। সেই অনুযায়ী অভিযান চলছে। কাউকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com