নুর উদ্দিন সুমন ॥ চুনারুঘাট উপজেলার লস্করপুর চা-বাগানের ছাত্র যুবক ও বাগানের শ্রমিকরা ‘মদ গাঁজার আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’ এই শ্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রবিবার দুপুরে লস্করপুর চা বাগানে মিছিল বের হয়ে চা বাগানের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গণে মাদক নির্মূলের লক্ষ্যে দেশব্যাপী পরিচালিত প্রধানমন্ত্রীর মাদক বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। লস্করপুর চা বাগানের ছাত্র ও যুব সংগঠন কর্তৃক আয়োজিত সমাবেশে ছাত্র ও যুব সংগঠনের বিশাল নায়েকের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য দেন বিশাল কর্মকার। ছাত্র ও যুব সংগঠনের সভাপতি ভোজন ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪ নং পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শামসুজ্জামান শামীম। বিশেষ অতিথি ছিলেন আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার সেক্রেটারি স্বপন সাঁওতাল, চেতনা ছাত্র সংগঠনের সভাপতি অনুজ কালিন্দী, ছাত্র ও যুব সংগঠনের যুগ্ম সাধারণ সসম্পাদক প্রসাদ চৌহান। বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি রজনীকান্ত কালিন্দী, বাসদ মার্কসবাদী হবিগঞ্জ জেলার সংগঠক সফিকুল ইসলাম সফিক।
এসময় শ্রমিকরা পুরো বাগানের মদ গাজার আস্তানা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করে লস্করপুর চা বাগানের ছাত্র, যুবক শ্রমিকসহ বাগনের পঞ্চায়েত কমিটির সকল সদস্যসহ লোকজন। শ্রমিকরা আল্টিমেটাম দিয়ে বলে ১ মাসের মধ্যে যদি লস্করপুর চা বাগানে মাদক ব্যবসা বন্ধ না হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com