বিবাহ রেজিস্ট্রার কাজী হিসেবে নিয়োগ পেয়ে যোগদান করার দিনই মারা গেলেন রুবেল

স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরের ডাক বাংলার সামনে মাইক্রোবাস চাপায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মওদুদ আহম্মদ রুবেল নিহত হয়েছেন। তিনি মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার রাত ৭টার দিকে উপজেলা সদরের সড়ক ও জনপথ বিভাগের ডাক বাংলার সামনে ফুটপাতে রুবেলসহ রামনগর গ্রামের শিপন মিয়া (৩৫) ও মানিক মিয়া (৩০) দাঁড়িয়েছিলেন। এ সময় হঠাৎ দ্রুতগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপর উঠে যায়। দুর্ঘটনায় তারা ৩ জনই গুরুতর আহত হন। সাথে সাথে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রুবেলের অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে রেফার করেন চিকিৎসক। ঢাকা নিয়ে যাওয়ার পথে বিজয়নগর উপজেলার চান্দুরার কাছে মারা যান রুবেল।
রুবেলের চাচাতো ভাই জোবায়ের জানান, রুবেল সম্প্রতি কাজী হিসেবে মাধবপুর পৌরসভায় নিয়োগ পান। গতকাল রবিবার কাজী হিসেবে যোগদান করে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস চাপায় মারা যান।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।