স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ১৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তারা হলো শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগরের মকসুদ আলীর পুত্র আইয়ুব আলী (২৫) ও চুনারুঘাট উপজেলার জাজিউড়া গ্রামের মৃত ছাবু মিয়ার পুত্র আবুল কালাম (৩০)।
সূত্র জানায়, রবিবার বিকেলে মাদকদ্রব্য অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী দাউদনগর কাঁচা বাজারের পাশে একটি ভাড়াটিয়া বাসা থেকে তাদের আটক করেন। এ ব্যাপারে ওই এসআই বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। গতকালই তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com