মো. টিপু মিয়া ॥ চুনারুঘাট উপজেলায় তরফ ফিল্ডের সামনে সিএনজি অটোরিকশা ও মোটর সাইকেলের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন- মোঃ জামাল মিয়া (৪৫), আব্দুল কাদির (৩০) ও আব্দুল গণী (৩৫)।
সূত্র জানায়, বুধবার রাত ৮টার দিকে ওই স্থানে একটি সিএনজি অটোরিকশা ও মোটর সাইকেলর মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় স্থানীয় লোকজন দুর্ঘটনাস্থলে তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এনে ভর্তি করে। পরে একজনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com