স্টাফ রিপোর্টার ॥ প্রায় দুই কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন লাখাই উপজেলায় দুইটি স্কুলের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবনির্মিত একটি রাস্তার উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বুধবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এসবের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. শাহীনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া আক্তার, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেনসহ সরকারি কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নির্মাণ কাজ পরিদর্শনকালে এমপি আবু জাহির বলেন, সরকারি কাজে কোন ধরণের অনিয়ম মেনে নেওয়া হবে না। কাজের গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. জাফর ইকবাল জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) াধ্যমে ৪৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে পশ্চিম বুল্লা থেকে পূর্ব বুল্লা ১২ মিটার রাস্তা নির্মাণ শেষে উদ্বোধন করা হয়েছে। এছাড়াও ৭৬ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে বামৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ২ তলা ভবন এবং ভাদিকারা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ২ তলা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন এমপি আবু জাহির।