মোহাম্মদ শাহ্ আলম ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট রেলপথের অলিপুর নামক স্থানে ট্রেনের ধাক্কায় সালমা আক্তার (২৮) নামক এক মহিলার মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টায় সুরমা ট্রেনের ধাক্কায় তার মৃত্যু ঘটে।
নিহত সালমা আক্তার বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের ইয়াসিন মিয়ার স্ত্রী। তিনি ২ ছেলে ও দেড় বছরের এক মেয়ে সন্তানের জননী।
অলিপুর রেলওয়ে গেইটম্যান শামীম মিয়া ও স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর রেল গেইটের পাশ দিয়ে রাস্তা পারাপারের সময় সুরমা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই সালমা মারা যান।
সূত্র জানায়, নিহত সালমা আক্তার স্বামী ও ছেলে মেয়ে নিয়ে সুরাবই গ্রামে জিলু মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন এবং অলিপুর রেলগেইটের পাশে একটি চা স্টল চালাতেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com