সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ শিক্ষাই পারে একটি জাতিকে আলোকিত জাতি হিসাবে রূপ দিতে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, দারিদ্র্যমুক্ত সমৃদ্ধশালী আত্মমর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়তে এবং শিক্ষার আলো সর্বত্র পৌছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই লক্ষ্যে প্রতিটি এলাকায় প্রতিষ্ঠা করা হচ্ছে স্কুল, কলেজ ও মাদ্রাসা। বুধবার সকাল ১১টায় লাখাই উপজেলার একমাত্র সরকারি কলেজ মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রী কলেজের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের বরণ করেন।
লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাবেদ আলীর সভাপতিত্বে ও প্রভাষক রাজিব কুমার আচার্যের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ইউএনও মোসা: শাহিনা আক্তার, ওসি মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস-চেয়ারম্যান আলেয়া বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী, সিনিয়র প্রভাষক তাপস কিশোর রায়, নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ১ম বর্ষের ছাত্র তোফা। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক আলী আজম, গীতা থেকে পাঠ করেন প্রভাষক কৃষ্ণ কুমার বণিক। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন ২য় বর্ষের শিক্ষার্থী সালমান মোল্লা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com