মো. টিপু মিয়া ॥ বাহুবলের বড়গাও গ্রামে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দুই পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
সূত্র জানায়, বাহুবল উপজেলার বড়গাও গ্রামের মৃত রঙ্গু মিয়ার পরিবার ও আলী মিয়ার পরিবারের মহিলাদের মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে উভয় পরিবারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ৯ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ও ৩ জনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। আহত উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন কুতুব আলী (৪৫), আফছার (৩০), আরিফা (২৫), রহিমা (২৬), আকিজ (২০), মনোয়ারা (৪০), রজব চাঁন (২৫), আলী (৫৬), আল আমিন (২৭)।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com