নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নবীগঞ্জ শহরতলীর নতুন বাজার মোড়ে নবীগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক ফজল চৌধুরীর সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। এসময় তিনি বলেন, ১৫ আগস্ট কালো রাত্রিতে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের উন্নয়নে ব্যাঘাত সৃষ্টি করা হয়েছিল। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশ এগিয়ে যাচ্ছে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোজাহিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইমদাদুল হক চৌধুরী, জেলা যুবলীগের সহসভাপতি এস এম আব্দুর রউপ মাসুক, ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বাবুল, যুগ্ম সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সফিকুজ্জামান হিরাজ, ফেরদৌস আহমেদ, তাজ উদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক এম এ হাকিম, ক্রীড়া সম্পাদক বদরুল আলম, সমাজ কল্যাণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, সহ প্রচার সম্পাদক আলম মিয়া, সহ দপ্তর সম্পাদক দ্রুবজ্যোতি দাশ টিটু, সম্পাদক সবুজ আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. ইশতিয়াক রাজ চৌধুরী, জেলা যুবলীগের সদস্য শাহ বাহার, শাহ দরাজ আহমেদ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক শাহ গোল আহমেদ কাজল, নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক ছইফা রহমান কাকুলি, দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর করিম, উপজেলা যুবলীগ নেতা পিকলু চৌধুরী, পৌর আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক নেতা মঞ্জুর আহমেদ, আবুল বাশার তুষার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, পৌর শ্রমিক লীগের সভাপতি হাফিজুর রহমান মিলন, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, যুবলীগের সদস্য জাবেদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলমগীর চৌধুরী সালমান, পারভেজ চৌধুরী, মুহিনুর রহমান, ছাত্রলীগ নেতা আব্দুল আজিজ, ছাত্রলীগ নেত্রী সাদিয়া আক্তার প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com