এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জ শহরের সিনেমা হল রোড এলাকার দুই পরিবারের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করে দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। তিনি গতকাল উভয়পক্ষকে নিয়ে তার অফিসে বসে বিরোধ নিষ্পত্তি করে দেন। এর মধ্যে তিনি লাখাইয়ে বিদেশে নেয়ার কথা বলে টাকা আত্মসাতের ঘটনাও নিষ্পত্তি করে টাকা উদ্ধার করে দেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম জানান, সিনেমা হল রোড এলাকার প্রয়াত মনিন্দ্র গোপের পুত্র মিন্টু গোপের সাথে দীর্ঘদিন ধরে একই এলাকার মানিক গোপ ও তার ৫ ভাইর বাসার পানি নিস্কাশনে বাঁধা, গ্যাস লাইন নেয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি মিন্টু গোপ এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এ প্রেক্ষিতে পুলিশ সুপার বিষয়টি নিষ্পত্তির জন্য অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামকে দায়িত্ব দেন। বুধবার অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম উভয়পক্ষকে তাঁর কার্যালয়ে নোটিশের মাধ্যমে নিয়ে আসেন। এরপর তিনি উভয়পক্ষের বক্তব্য শোনে সমঝোতা বৈঠকে বসে তাদের বিরোধ নিষ্পত্তি করেন।
বৈঠকে উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে কোন প্রকার বিরোধে জড়াবে না মর্মে অঙ্গীকার করেন। সেই সাথে এই নিয়ে কোন প্রকার দরখাস্ত বিভিন্ন দপ্তরে দাখিল করা বা মামলা মোকাদ্দমায়ও জড়াবেন না। উভয়পক্ষ স্ব স্ব অবস্থানে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজ নিজ বাসায় বসবাস করবেন মর্মে অঙ্গীকার করেন। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, পুলিশ সকলের মধ্যে সামাজিক সম্প্রীতি যাতে বজায় থাকে সে বিষয়টি নিশ্চিত করতে চায়। তবে প্রত্যেকের উচিত পাড়া-প্রতিবেশিকে নিয়ে মিলে মিশে বসবাস করা। সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটবে না। তাই সবাইকে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য আহ্বান জানান তিনি।
হবিগঞ্জ শহরে দুই পরিবারের বিরোধ নিষ্পত্তি করে দিলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com