মোহাম্মদ শাহ্ আলম ॥ হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ গ্রামে পুকুরে ডুবে রজব আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রজব আলী ওই গ্রামের মৃত আঞ্জব আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রজব আলী বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে হঠাৎ পা পিছলে পুকুরে পড়ে যান। অনেকক্ষণ পরেও তিনি বাড়ি না ফেরায় সবাই তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পুকুরে তার মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা: মৌসুমি ভদ্র তাকে মৃত ঘোষণা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com