বানিয়াচং প্রতিনিধি ॥ পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের মজলিসপুর গ্রামের হিরা মিয়া গুরুতর আহত হয়েছেন। ধানী জমিতে বিদ্যুতের লাইন এলোমেলোভাবে ছড়িয়ে থাকার ফলে হিরা মিয়ার পুরো পিঠ বিদ্যুতের তার লেগে ঝলসে গেছে। গত মঙ্গলবার সকাল সাড়ে দশটায় দিকে ওই ইউনিয়নের অন্তর্গত জামালপুর খরতাইল্লা নামক হাওরের প্রজেক্টে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একদিন ভর্তি থাকার পর বুধবার তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত হিরা মিয়া মজলিসপুর গ্রামের মৃত পুত্র।
হিরা মিয়া ওই হাওরে তার ধানী জমি দেখার জন্য সেখানে যান। এমতাবস্থায় তার ক্ষেতের পাশে পল্লীবিদ্যুতের তার মাটি থেকে প্রায় চারফুট উপরে ঝুলানো ছিল। সেই ঝুলানো তারের নিচ দিয়ে পার হতে গেলে তার পিঠের মধ্যে ওই বিদ্যুতের তার লেগে ছিটকে পড়েন তিনি। পরে আশেপাশের অন্যান্য কৃষকরা দৌড়ে এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে বাড়ি থেকে স্বজনরা এসে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে একদিন ভর্তি থাকার পর অবস্থার অবনতি হলে গুরুতর আহত হিরা মিয়াকে বুধবার উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে রেফার করেন সেখানকার চিকিৎসক। আহত হিরা মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া জানিয়েছেন তারা এখন সিলেট ওসমানী মেডিকেল কলেজের ৪র্থ তালায় ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।