স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, নির্বাচনে যারা নৌকার বিরোধীতা করে তারা আওয়ামী লীগের লোক হতে পারে না। তারা খন্দকার মোশতাকের অনুসারী। তাদের ব্যাপারে দলের নেতাকর্মীদেরকে সচেতন থাকতে হবে। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের মুখে হাসি ফিরিয়েছে আওয়ামী লীগ। এই ধারাবাহিকতা রক্ষায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার বিকেলে লাখাই উপজেলার বামৈ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, দেশ স্বাধীন করার পর বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি আমরা। ইতোমধ্যে লাখাইয়ে ইতিহাসের সর্বোচ্চ উন্নয়ন সম্পাদন হয়েছে। এ সকল কাজ অব্যাহত থাকবে। কিছু মানুষ সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা চায় দেশের উন্নয়ন ব্যহত হোক। এই সকল অপপ্রচারকারীদের ব্যাপারে সকলকে সচেতন থাকার আহবান জানান তিনি।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক লস্করের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুলের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী, সরদার ওমর ফারুক, ফারুক আহমেদ, আব্দুল মতিন মাস্টার প্রমুখ।
সভায় ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সকল ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদত বরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
বামৈ ইউনিয়ন আওয়ামী লীগের শোকসভায় এমপি আবু জাহির
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com