স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। তারা হলো- উত্তর শ্যামলী এলাকার ইদু মিয়ার পুত্র জালাল মিয়া (২০), কর্মকারপট্টি এলাকার ফুল মিয়ার পুত্র হাবিবুর রহমান (১৮) ও পি.টি.আই রোডের মহিবুর রহমানের পুত্র মাহবুবুর রহমান সাদি (২২)। বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। বিকেলে তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত রানার নিকট হাজির করা হলে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে গাঁজা সেবনের অপরাধে জালালকে ১৫ দিন, মাহবুবুর রহমান সাদিকে ২০ দিন ও হাবিবুর রহমানকে ১০ দিনের কারাদন্ড প্রদান করেন। গতকালই সন্ধ্যায় তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com