নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে তিনদিনব্যাপী উপজেলা ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে শহরের আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন এমপি শাহনওয়াজ মিলাদ গাজী। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে ও কৃষি অফিসার এ, কে, এম মাকসুদুল আলমের সার্বিক তত্ত্বাবধানে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক ও বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার অলক কুমার চন্দ্র। আয়োজকরা জানান, পরিবেশ ও স্বাস্থ্য ভাল রাখার জন্য জনপ্রতি তিনটি ফলজ, বনজ, ঔষধি গাছ লাগাতে হবে এবং প্রতিদিন ফল খেতে হবে। গাছ লাগানোর জন্য তিনি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন এবং বিভিন্ন স্কুল, কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে চারা বিতরণ করা হবে বলে জানান। এ সময় তারা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন। আগামী ২৯ আগস্ট সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলায় দেশি বিদেশি বিভিন্ন জাতের ফলদ বৃক্ষের চারা, বনজ বৃক্ষের চারাসহ বিভিন্ন প্রকার গাছের চারা সুলভমূল্যে পাওয়া যাবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com