স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বৈকন্ঠপুর চা-বাগান থেকে ৬ কেজি ভারতীয় গাঁজাসহ নিরঞ্জন চৌহান (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে ওই বাগানের নবীন চৌহানের ছেলে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মিজানুর রহমানের নেতৃত্বে অধিদপ্তরের লোকজন বৈকন্ঠপুর চা বাগানে বস্তিতে অভিযান চালিয়ে ৬ কেজি ভারতীয় গাঁজাসহ তাকে আটক করে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com