নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়কে স্থাপিত সড়ক বাতির মেইন লাইন থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে সংযোগ নিয়ে বিদ্যুত ব্যবহার করে আসছে দীর্ঘদিন ধরে। তাদের অবৈধ ব্যবহৃত বিদ্যুত বিল প্রদান করছে পৌর কর্তৃপক্ষ। প্রতি মাসে হাজার হাজার টাকা ভুর্তকি দিলেও এ ব্যাপারে নিরব রয়েছে পৌর প্রশাসন। বিষয়টি নিয়ে পৌর নাগরিকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সূত্র জানায়, নবীগঞ্জ পৌরসভার হবিগঞ্জ রোড, শেরপুর রোডসহ বিভিন্ন সড়কে পৌর সড়ক বাতির মেইন লাইনের তার কেটে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং পুরাতন কাপড়ের ক্ষুদ্র ব্যবসার মার্কেটে অবৈধভাবে বিদ্যুত ব্যবহার করা হচ্ছে। কয়েক বছর যাবৎ এই অবৈধ সংযোগ নিয়ে বিদ্যুত ব্যবহার করা হচ্ছে। প্রথমে শুধু রাতের বেলায় বিদ্যুত লাইট ব্যবহার করা হতো। বর্তমানে তারা দিনের বেলায়ও লাইট, ফ্যান ব্যবহার করায় প্রচুর বিদ্যুত ব্যবহার করে আসছে তারা। কিন্তু বিদ্যুত বিল বহন করছে পৌর কর্তৃপক্ষ। এদিকে অবৈধ বিদ্যুত ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে পৌর কর্তৃপক্ষ হাজার হাজার টাকা বিল ভুর্তকি দিচ্ছেন।