স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কোর্টে কার্টিজ পেপার সংকটের অজুহাতে ৫ টাকা দামের কার্টিজ পেপার ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি করছে কতিপয় স্টাম্প ভেন্ডার। এতে করে প্রায়ই বিচার প্রার্থী, আইনজীবী ও তাদের সহকারীদের সাথে বাক-বিতন্ডার ঘটনা ঘটছে। পাশাপাশি হয়রানী ও চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বিচার প্রার্থীরা। প্রতিদিন মামলা পরিচালনা করতে বিভিন্ন কোর্টে ১ হাজারেরও বেশি কার্টিজ পেপার প্রয়োজন হয়। কিন্তু এই সুযোগটি কাজে লাগিয়ে অসাধু ভেন্ডাররা হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। বিভিন্ন অজুহাত দেখিয়ে সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে দেয় তারা। অভিযোগ রয়েছে অনেক স্টাম্প ভেন্ডারদের নেই কোন লাইসেন্স, আবার কেউ কেউ অন্যের লাইসেন্স ব্যবহার করছে। কয়েকজন আইনজীবী জানান, কার্টিজ পেপার সংকট দেখা দেওয়ায় ও দাম বেশি হওয়ায় বিজ্ঞ জজ কোর্ট, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ও সিভিল কোর্টে কার্টিজ পেপার ব্যবহার না করলেও চলে। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে কার্টিজ পেপার ছাড়া মামলা পরিচালনা করা সম্ভব নয়। অনুসন্ধানে জানা যায়, অনেক স্টাম্প ভেন্ডারদের কাছে হাজার হাজার কার্টিজ পেপার মজুদ রয়েছে। কিন্তু তারা কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা লাভের আশায় প্রতিটি কার্টিজ পেপার ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি করছেন। এ ব্যাপারে ট্রেজারীর এক কর্মকর্তা জানান, সরকার পর্যাপ্ত কার্টিজ পেপার সরবরাহ করছে। অতিরিক্ত মূল্যে বিক্রির প্রশ্নই উঠে না। তবে অভিযোগ শুনেছি, কর্তৃপক্ষের নির্দেশে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com