স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে আবুল হোসেন (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। আবুল হোসেল মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগরের বাসিন্দা। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান এ দন্ড প্রদান করেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জের কর্মকর্তা শাহজিবাজারের ফতেহপুর মাজার এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com