নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল হোসেন সোমবার রাত সাড়ে ৯টায় সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৫ বছর।
১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনী যখন বাংলার মানুষের উপর অত্যাচার-নির্যাতন শুরু করে সেই সময় নুরুল হোসেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পারিবারিক সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবত তিনি বিভিন্ন রোগে ভোগছিলেন।
পরদিন মঙ্গলবার মরহুমের জানাজার নামাজের পূর্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জাতির শ্রেষ্ঠ সন্তানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাকিল হোসেন, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন, দেবপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম কালাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, শফিউল আলম হেলাল, ডা. নিজামুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com