স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চুনারুঘাটের সীমান্তবর্তী এলাকা থেকে ১২১ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী কেদারাকোট এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ৫৫ বিজিবি’র বাল্লা বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো. সেলিম উদ্দিন জানান, গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে তারা উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত সংখ্যক ইয়াবা উদ্ধার করেন। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩৬ হাজার ৩শ’ টাকা। অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com