আর্থিক সহায়তা চেয়েছে শিশু স্বাধীনের পরিবার
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের এক দরিদ্র টমটম চালকের ১০ বছর বয়সী ছেলে সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অর্থের অভাবে চিকিৎসা করতে না পারায় ওই শিশুর ডান পা পঁচে যাচ্ছে। শিশুটির পা রক্ষায় উন্নত চিকিৎসার জন্য তার পরিবার সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন।
গত বছরের ২ ডিসেম্বর আনোয়ারপুর গ্রামের টমটম চালক মোঃ আয়াত আলী মিয়ার শিশুপুত্র স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র মোঃ স্বাধীন মিয়া টমটম দিয়ে বানিয়াচংয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। টমটমটি রতœা এলাকায় পৌছলে একটি সিএনজি অটোরিকশার সাথে ধাক্কা লাগে। এতে স্বাধীন মিয়া ডান পায়ে বড় ধরণের আঘাতপ্রাপ্ত হয়। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে ২ মাস চিকিৎসা করার পরও তার পায়ের কোন উন্নতি হয়নি। বর্তমানে তার ডান পা পঁচে যাচ্ছে। এ অবস্থায় তাকে আরো উন্নত চিকিৎসা করানো প্রয়োজন। উন্নত চিকিৎসা করা হলে তার পা রক্ষা করা সম্ভব হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। অন্যথায় পা কেটে ফেলতে হবে। কিন্তু তার দরিদ্র পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসার টাকা প্রদান করা সম্ভব নয়। এ অবস্থায় স্বাধীনের পরিবার সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন। তাকে সহযোগিতা করতে ০১৬৭৬-৭৭৯৭৬৫ বিকাশ (পারসনাল) ও ০১৭১৮-৬৩১৫৭০ পারসনাল এ সহায়তার টাকা পাঠাতে পারেন।