স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বদরদী নোয়াগাঁও গ্রামে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এদিকে কিছু প্রভাবশালী বিষয়টি ধামাচাপার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ওই কিশোরীকে হবিগঞ্জ আড়াইশ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলেও একদিন থাকার পর স্থানীয় এক জনপ্রতিনিধির চাপে পড়ে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থার অবনতি হয়েছে। কিন্তু ওই গ্রামের কয়েকজন প্রভাবশালী তাকে হাসপাতালে কিংবা আইনের আশ্রয় নিতে দিচ্ছেন না।
সূত্র জানায়, ওই গ্রামের টিটু মিয়ার কন্যা গত ১১ ফেব্রুয়ারি ঘরে এক রুমে একা ঘুমিয়েছিলো। তখন বাড়িতে তার মা ছাড়া কেউ ছিলোনা। গভীর রাতে একই গ্রামের মৃত সাগর মিয়ার পুত্র জসিম মিয়া (২২) ঘরে প্রবেশ করে মুখে গামছা ছেপে অস্ত্রের মুখে ধর্ষণ করে। এক পর্যায়ে তার চিৎকারে মা এগিয়ে এলে ধর্ষক তাকে হুমকি দিয়ে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে ১২ ফেব্রুয়ারি সকালে ওই কিশোরীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকালের দিকে গ্রামের বেশ কয়েকজন প্রভাবশালী বিষয়টি রফাদফার চেষ্টা করে। এক পর্যায়ে শিশুটির পরিবারকে হুমকি দেয় যদি বিষয়টি সমাধান না করে তাহলে তাদের একঘরে করা হবে। এ ভয়ে টিটু তার মেয়েকে বাড়ি নিয়ে যান। সেখানে নিয়ে যাবার পর প্রভাবশালীরা বিষয়টি সমাধান না করে মেয়েটির পরিবারকে নজরবন্দি হিসেবে রাখে। এদিকে ওই মেয়েটির অবস্থার অবনতি হচ্ছে বলে জানা গেছে। এ পরিস্থিতিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে ওই পরিবার।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com