স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে দালালদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। তবে আগেই অভিযানের খবর পেয়ে দালালরা সটকে পড়ে। অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট দালাল সন্দেহে একজনকে আটক করলেও পরে সে দালাল নয় নিশ্চিত হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রশাসনের হাতে দালালদের তালিকা রয়েছে। সেই তালিকা অনুযায়ী অভিযান পরিচালনা করা হবে।
প্রসঙ্গত, সাম্প্রতিককালে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে দালালের মাত্রাতিরিক্ত উপদ্রব বৃদ্ধি পেয়েছে। তাদের হাত থেকে কোনো রোগীই রক্ষা পাচ্ছেন না। অভিযোগ রয়েছে, এসব দালালদের সহযোগিতা করছেন হাসপাতালে কতিপয় দায়িত্বরত অসাধু ব্যক্তি। বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে গতকাল বুধবার দুুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।