সরস্বতী পূজার শুভেচ্ছা বিনিময়ে এমপি আবু জাহির
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে দশতলা ভবন নির্মাণের আশ্বাস দিয়েছেন টানা চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল কলেজ ক্যাম্পাসে সরস্বতী পূজা উদযাপন কমিটি আয়োজিত আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আশ্বাস দেন।
সংসদ সদস্য বলেন, হবিগঞ্জের ছেলেমেয়েরা যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে সেজন্য বৃন্দাবন সরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্স চালুসহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করেছি। আগামী দিনে একটি দশতলা ভবন নির্মাণ করব ইনশাল্লাহ। এ সময় তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সঠিকভাবে লেখাপড়া করার পরামর্শ দেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ মোঃ ছগীর, উপাধ্যক্ষ অধ্যাপক দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. সুভাষ চন্দ্র দেব প্রমুখ। অনুষ্ঠানে কলেজের সকল পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।