হবিগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের সংবাদ জগতের পথ প্রদর্শক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে দৈনিক যুগান্তর। বিশে^র বিভিন্ন দেশে সংবাদপত্র শত বছরও অতিক্রম করেছে। আমরা আশা করছি যুগান্তরও বাংলাদেশে শত বছর অতিক্রম করবে। নিজেদের কর্ম দ্বারা গত ২৪ বছর ধরে যেভাবে যুগান্তরের অগ্রযাত্রা ধরে রেখেছে সেটি অন্য অনেক সংবাদপত্রের পক্ষেই সম্ভব হয়নি। তাই যুগান্তরের পক্ষেই এক সময় শত বছর উদযাপন করা সম্ভব হবে বলে আমরা প্রত্যাশা করি। দৈনিক যুগান্তরের ২৫ বছরে পদার্পন উপলক্ষে হবিগঞ্জে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে যুগান্তর জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকনের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটার আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ ও হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সুনির্মল রায়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতি, অনিয়ম, দুর্নীতি রোধসহ বিভিন্ন ক্ষেত্রে সংবাদ প্রকাশের মাধ্যমে যেভাবে ভূমিকা রেখে চলছে যুগান্তর; তাদের এ ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি। প্রেসক্লাব সাধারণ সম্পাদক পাবেল খান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, আবু সালেহ মো. নুরুজ্জামান চৌধুরী, মাহমুদ ইকবাল সুমন, আনিসুজ্জামান চৌধুরী রতন, এমএ হাকিম, এসকে সাগর, সাইফুর রহমান তারেক, কাওসার আহমেদ, এমএআর সায়েল, এম শাহ আলম, ইখতিয়ার লোদি সানি, নিরঞ্জন গোস্বামী শুভ প্রমূখ। পরে অতিথিবৃন্দ কেক কাটেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com