স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে অশোভন বক্তব্য প্রদানকারী ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম জানান, চেয়ারম্যান কাসেদকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছ। আপাতত ৫৪ ধারায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তীতে অভিযোগের প্রেক্ষিতে মামলায় অন্তর্ভূক্ত করা হবে।
গতকাল বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ মাধবপুর উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে আটক করে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার হবিগঞ্জের জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা মাধবপুরের বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় মিলিত হন। ওই সভায় বক্তৃতাকালে ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ বলেন- ‘… দেশ ভারত থেকে মাদকদ্রব্য অবাধে বাংলাদেশে প্রবেশ করছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে তার এই অশোভন বক্তব্যে সভায় উপস্থিত সকলেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষুব্ধ হন খোদ জেলা প্রশাসকও। এ ঘটনায় ওইদিনই সন্ধ্যা ৭টার দিকে মাধবপুর উপজেলা পরিষদ চত্বর থেকে মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদকে আটক করে পুলিশ।