আক্তার হোসেন আলহাদী ॥ সারা দেশের ন্যায় আজ বৃহস্পতিবার থেকে বানিয়াচংয়েও শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। নির্ধারিত সময় সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে। প্রতিবন্ধী পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের চেয়ে ২০ মিনিট বেশি সময় পাবেন। তবে সেক্ষেত্রে প্রতিবন্ধী পরীক্ষার্থীরা বোর্ড থেকে অনুমোদন আনতে হবে। ৩টি সাধারণ বোর্ডে চলতি বছর বানিয়াচংয়ে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড এবং সিলেট বোর্ডের অধিনে মোট ২ হাজার ৬৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এবারও এসএসসি ও সমমান পরীক্ষায় সকল বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বানিয়াচংয়ে ৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সিলেট বোর্ডের অধিনে ২ হাজার ১৯৯ জন, মাদ্রাসা বোর্ডের অধিনে ২১৯ জন, ভোকেশনাল/কারিগরী বোর্ডের অধিনে ২১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করতে ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই আদেশ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিন থেকে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত বলবৎ থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com