স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে সরস্বতী পূজা পালনকালে এসিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় আত্মরক্ষায় দৌড়ে হাসপাতালের কক্ষ থেকে বের হতে গিয়ে ৫ জন আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট হাসপাতালে এসে আগুন নিয়ন্ত্রণ করলে শত শত রোগী রক্ষা পায়।
জানা যায়, হাসপাতালের অভ্যন্তরে সরস্বতী পূজা পালন করতে বিদ্যুতের মেইন লাইন থেকে তার টেনে লাইটিং করা হয়। হঠাৎ করে মেইন লাইন থেকে টানা তারে এসিতে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়। এ সময় হাসপাতালে ভর্তিকৃত রোগীরা আত্মরক্ষায় দিকবিদিক ছুটাছুটি করতে গিয়ে আহত হন। এদিকে এক প্রসূতি নারী বেশ কিছুক্ষণ অচেতন হয়ে পড়ে থাকলে তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।