সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রহুল্লাহ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় লাখাই উপজেলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ও তেঘরিয়া এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম আলমের সভাপতিত্বে ও লাখাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, মাল্টিমিডিয়া ক্লাশ ও ছাত্রদের মধ্যে যথাযথ শিক্ষা প্রদানের বিষয়ে আলোচনা করা হয়। সভায় সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ অংশ নেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com