স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিভিন্ন এলাকায় জুয়ার আসর জমজমাট হয়ে উঠেছে। এ নিয়ে একাধিকবার সচিত্র সংবাদ প্রকাশ হলে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের নির্দেশে সদর থানার পুলিশ সোমবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন জুয়ার স্পটে অভিযান চালিয়ে মাসুলিয়া ব্রীজের পূর্ব পাড়ে ও তেঘরিয়া এলাকার চিহ্নিত জুয়াড়িদের গডফাদার শাহিন মিয়ার দোকানে অভিযান চালায়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে গডফাদার শাহিন পালিয়ে গেলেও আটক হয় ৬ জুয়াড়ি। তারা হল তেঘরিয়া গ্রামের জহুর উদ্দিনের পুত্র জালাল উদ্দিন, ফিরোজ আলীর পুত্র ফুল মিয়, পূর্ব অনন্তপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র ফারুক মিয়া, মুনছুব আলীর পুত্র বিলাল মিয়া, সানু মিয়া। তাদের কাছ থেকে পুলিশ জুুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা জব্দ করে।
এ ব্যাপারে সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক ও জুয়াড়িদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com