নুর উদ্দিন সুমন ॥ বাহুবল উপজেলার মিরপুরে দীর্ঘ বছর ধরে অবৈধভাবে গড়ে উঠা বাসাবাড়ি দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলে। উপজেলার মিরপুরের যোজনাল সহ বিভিন্ন স্থানে গড়ে উঠা দেড় কোটি টাকা মূল্যের সরকারি জায়গা উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক। অভিযানের ২য় দিনে তৃতীয় তলা এবং দোতলা বিল্ডিং সহ প্রায় ১৬টি অবৈধ বাসাবাড়ি দোকানপাট উচ্ছেদ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক বলেন, দখলবাজরা সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে দীর্ঘদিন যাবৎ সরকারি জায়গা অবধৈভাবে ভোগ করে আসছে। আমরা তাদেরকে বারবার তাগিদ দিলেও তারা সরকারি নির্দেশ অমান্য করে। এর আগে নন্দনপুরে ছোট বড় ১২টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। আরো বেশ কয়েকটি অবৈধ দোকান উচ্ছেদের তালিকায় রয়েছে। ১৬টি অবৈধ স্থাপনা উচ্ছদ করা হয়েছে। এছাড়াও মিরপুরে দখলকৃত যাত্রী ছাউনি এবং চৌমুহনীর জোড়া ব্রিজের দু’পাশে গড়ে তোলা ফলের দোকানসহ অবৈধ সিএনজি স্ট্যান্ড সরানো হয়। যদি কেউ পুনরায় সরকারি জায়গায় দোকানপাট গড়ে তোলার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পর্যায়ক্রমে সব এলাকার অবৈধ দখলবাজদের কবল হতে সরকারি জায়গা মুক্ত করা হবে। এ অভিযান চলবে বলেও জানান ইউএনও।