স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে নবজাতক শিশু চুরির ঘটনায় কারাবন্দী তাউসী ইসরাত তোফা (২৫) এর জামিন নামঞ্জুর করা হয়েছে। সোমবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে জামিনের আবেদন করলে বিচারক তার জামিন নামঞ্জুর করেন। তোফা শহরের পুরান মুন্সেফী এলাকার এলপি গ্যাসের ডিলার রিপন আহমেদের স্ত্রী ও শায়েস্তাগঞ্জ সাবাসপুর এলাকার মরহুম ডাক্তার আব্দুর রবের কন্যা।
সূত্র জানায়, প্রায় তিন বছর আগে রিপন আহমেদের সাথে তোফার বিয়ে হয়। বিয়ের পর তার গর্ভের ২টি বাচ্চা নষ্ট হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন, বর্তমানেও তিনি অন্তঃস্বত্ত্বা। ডাক্তার জানিয়েছেন এবারও তার গর্ভের সন্তানের অবস্থান ভাল না। এদিকে বারবার বাচ্চা নষ্ট হওয়ায় এবং অনাগত সন্তান নষ্ট হওয়ার আশঙ্কায় পারিবারিক চাপের মুখে এবং মাতৃত্বের টানে তিনি হাসপাতাল থেকে বাচ্চা চুরির সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তের প্রেক্ষিতে গত ২১ আগস্ট বিকেলে তিনি সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে গিয়ে চুনারুঘাট উপজেলার জোয়ার লালচান্দ গ্রামের মুর্শেদ কামালের স্ত্রী ফাতেমার কাছ থেকে ডাক্তার দেখানোর কথা বলে ৪ দিনের নবজাতক শিশুকে চুরি করে নিয়ে যান। ওইদিন সন্ধ্যায় সদর থানা পুলিশ তার বাসা থেকে নবজাতককে উদ্ধার করে শিশুটির মা’য়ের জিন্মায় দেয় এবং তোফাকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর থেকে বিষয়টি রফাদফার চেষ্টা করে তোফা’র পরিবার। অবশেষে সমাধান না হওয়ায় পুলিশ পরদিন বিকালে তোফা’কে আদালতে প্রেরণ করে। এদিকে নবজাতকের পিতা মুর্শেদ কামাল বাদী হয়ে অভিযুক্ত তোফা’র বিরুদ্ধে মামলা দায়ের করেন।