স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে শহরবাসী। এবার হবিগঞ্জের অভ্যন্তরে এ রোগে আক্রান্ত হয়েছেন স্কুল ছাত্রীসহ আরও ২ জন। সোমবার সরেজমিনে সদর হাসপাতালের মেডিসিন ও মহিলা ওয়ার্ডে ঘুরে দেখা যায় বাহুবল উপজেলার মিরপুর গ্রামের শুকলাল সরকারের কন্যা ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সীমা সরকার (১৩) ও চুনারুঘাট উপজেলার ছাদেকপুর গ্রামের খেলু মিয়ার পুত্র শাহজিবাজার স্টার সিরামিক্সের শ্রমিক জিল্লুর রহমান (২৫) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তারা দুজনই হবিগঞ্জের বাইরে যাননি এবং হবিগঞ্জের ভেতরেই তারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে দাবি করেছেন। সীমা গত রবিবার বিকালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এবং জিল্লুর রহমান গত সোমবার বিকালে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন। অথচ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি- জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা কম।
এ ব্যাপারে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: রথিন্দ্র চন্দ্র দেব জানান, আমরা নিয়মিত মশারী, স্যালাইন এবং ঔষধ দিচ্ছি। ডেঙ্গু রোগীদের ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ বেশী সচেতন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com