হবিগঞ্জ শহরের কর্মকার পট্টি এলাকায় এক্সকেভেটরের মাধ্যমে বড় ড্রেন পরিস্কার কাজ পরিদর্শন করেছেন পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান। সোমবার বেলা আড়াইটার দিকে তিনি কর্মকার পট্টি এলাকায় যান। ওই এলাকার বড় ড্রেন অতিরিক্ত শ্রমিকের মাধ্যমে ব্যাপকভাবে পরিস্কারকরণের কাজ চলছে ২৮ জুলাই হতে। সোমবার হতে এ কাজে যুক্ত করা হয়েছে এক্সকেভেটর। মেয়র মিজানুর রহমান মিজান ড্রেন পরিস্কার কাজ পরিদর্শন করতে গিয়ে এলাকার জনগণের সাথে কথা বলেন। দীর্ঘদিন পর এ সকল বড় ড্রেন ব্যাপকভাবে পরিস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করায় এলাকাবাসী মেয়র মিজানুর রহমান মিজানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মেয়র মিজান এলাকাবাসীর সাথে আলোচনাকালে পৌরসভার কাজের সুফল অর্জন করার জন্য নাগরিক সচেতনতা সৃষ্টিতে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, পৌরসচিব মোঃ ফয়েজ আহমেদ, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কুদ্দুস ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com