স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে প্রকাশ্যে আসিফ চৌধুরী (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করেছে একদল যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ আড়াইশ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তিনি শহরের মুসলিম কোয়ার্টার এলাকার বাসিন্দা ও সরকারি বৃন্দাবন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক বলে জানা গেছে। সোমবার সন্ধ্যায় কালীবাড়ি ক্রসরোড এলাকায় আসিফ চৌধুরীর উপর অতর্কিত হামলা চালায় একদল যুবক। এক পর্যায়ে তাকে কুপিয়ে আহত করে ফেলে রাখে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এ বিষয়টি নিয়ে কেউ কোন তথ্য না দেয়ায় কি কারণে ঘটনার সূত্রপাত জানা যায়নি।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান জানান, এখনো আমাকে কোন কিছু জানানো হয়নি, তবে বিষয়টি খতিয়ে দেখছি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com