স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার হরিতলা গ্রামে গাছ থেকে পড়ে মোহন মিয়া (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র। সোমবার বিকেলে বাড়ির পাশে তেঁতুল পাড়ার জন্য গাছে উঠে। হঠাৎ পা-পিছলে গাছ থেকে নিচে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সন্ধ্যায় সদর থানার এসআই পলাশ চন্দ্র দাস লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে প্রেরণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com