স্বপন বণিক, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার কুশিয়ারা শাখা নদীর ধানগাং এলাকার খাল থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে স্থানীয় লোকজন লাশটি দেখে আজমিরীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার এসআই মফিজুলসহ একদল পুলিশ কুশিয়ারা শাখা নদীতে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, এখনো লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। তিনি আরো বলেন- লাশের কোমড়ে মাটি ভর্তি বস্তা পাওয়া যায়। তাই ধারণা করা হচ্ছে এটি হত্যাকান্ড হতে পারে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com