স্টাফ রিপোর্টার ॥ হাজার হাজার দর্শকের উপস্থিতিতে বানিয়াচঙ্গের বালিখাল নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে প্রতি বছরের ন্যায় মনসা পূজা উপলক্ষে এ নৌকাবাইচের আয়োজন করে পুকড়া ইউনিয়নের শিবপুর গ্রামবাসী। নৌকা বাইচ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্থান থেকে ৭টি দৌঁড়ের নৌকা অংশগ্রহন করে। এতে হবিগঞ্জ সদর উপজেলার টঙ্গিরঘাট গ্রামের কালা মিয়ার নৌকা চ্যাম্পিয়ন হন। প্রতিয়োগিতায় ২য় স্থান অর্জন করে টঙ্গিরঘাট গ্রামবাসীর নৌকা ও ৩য় স্থান অর্জন করে আতুকুড়া গ্রামের আব্দুল হেকিমের নৌকা। নৌকাবাইচ শেষে আয়োজক কমিটির সভাপতি নগেশ দাশের সভাপতিত্বে এবং হরি শংকর দাস, মোহিত লাল দাশ ও রিপন দাশের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মোহাম্মদ জাকারিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, পুকড়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সজিব আলী, ¯œানঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, কাজল চ্যাটার্জী, আয়োজক কমিটির সহ-সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাশ, সাধারণ সম্পাদক মোহন লাল দাশ, বীর মুক্তিযোদ্ধা গোপাল দাশ, বিশিষ্ট মুরুব্বী রাখাল চন্দ্র দাশ, জ্যোতিময় দাশ, চন্দন দাশ, মহাদেব দাশ, ইউনিয়ন যুবলীগ সভাপতি আফরোজ মিয়া, সাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক অসিত চৌধুরী সুমন প্রমূখ। অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন নৌকাকে একটি ফ্রিজ, রানার্সআপ নৌকাকে এলইডি টেলিভিশন ও ৩য় স্থান অধিকারী নৌকাকে ওয়াশিং মেশিন উপহার দেয়া হয়।