হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দের শোক

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা আওয়ামী লীগের প্রবীন নেতা আকবর আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সোমবার দুপুর ১২টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বাদ আছর বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসা মাঠে তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আকবর আলী হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণাগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি জীবদ্দশায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় সদস্য ও একজন দানশীল ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। আকবর আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী। সংবাদপত্রে প্রদত্ত শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, বাহুবলবাসী একজন সজ্জন রাজনৈতিক ও দানশীল ব্যক্তিকে হারাল।
এছাড়াও শোক জ্ঞাপনকারীরা হলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুন নূর মানিক, সহ-সভাপতি আসকর আলী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, লামাতাশি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আজিজুর রহমান মানিক, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির শাহিন, ডিএনআই সরকারি হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অলিউর রহমান অলি, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, বিশিষ্ট মুরুব্বী মাওলানা আব্দুল বারী আনছারী, আব্দুল হক হুন্দা মিয়া, তুহিন চৌধুরী প্রমুখ।