গতকাল রাত ৯টায় স্থানীয় ফুড ভিলেজে লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট লায়ন মোঃ লিটন মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন মোঃ কবির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট৩১৫বি১ এর গভর্ণর লায়ন হেলেন আক্তার নাসরিন এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন ফাস্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন দেওয়ান নাসিরুল হক পিএমজেএফ, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন শাহেনা রহমান এমজেএফ, পাস্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন শফিকুল আযম ভূইয়া সুয়েব, কেবিনেট ট্রেজারার লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন, রিজিউন চেয়ারপারসন হেড কোয়ার্টার লায়ন রফিকুল বারী মুক্তা, লায়ন শরিফ আলী খান, লায়ন নুরের রহমান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দিন, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর। বক্তব্য রাখেন রিজিউন চেয়ারপারসন লায়ন দিলরুবা ফারুক, লায়ন আবুল কাশেম বাবু, জোন চেয়ারপারসন লায়ন আনোয়ারা বেগম নিপা, হবিগঞ্জ লায়ন্স ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোঃ রফিক মিয়া, পাস্ট প্রেসিডেন্ট লায়ন অ্যাডভোকেট এস এম আলী আজগর, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুর রশিদ কাজল, চার্টার প্রেসিডেন্ট লায়ন অ্যাডভোকেট এসএম বজলুর রহমান, ভাইস প্রেসিডেন্ট লায়ন এস এস আব্দুল আউয়াল, ট্রেজারার লায়ন মোঃ আব্দুল আহাদ, জয়েন্ট ট্রেজারার লায়ন সাব্বির আহমেদ মিঠু, টেইল টুইস্টার লায়ন অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, ডিরেক্টর লায়ন গাজী মিজবাহ উদ্দিন, লায়ন মোঃ জালাল উদ্দিন, লায়ন মোঃ মর্তুজা হাসান, লায়ন অ্যাডভোকেট শিবলী খায়ের, লায়ন মোঃ মামুনুর রশিদ, চার্টার মেম্বার লায়ন মোঃ আব্দুর রহমান, লায়ন আলহাজ্ব মুজাহিদ হুসেন চৌধুরী, লায়ন মীর এ কে এম জামিলুন্নবী ফয়সল, মেম্বার লায়ন মোঃ আসাদুজ্জামান, লায়ন এ কে এম মঈন উদ্দিন চৌধুরী, লায়ন সৈয়দ আমিনুল হাসান প্রমুখ। সেবা কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখায় লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের নেতৃবৃন্দকে পিন ও মেডেল দিয়ে সম্মানিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com