স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের যাত্রাপাশা থেকে চুরি হওয়া গরু শায়েস্তাগঞ্জের কেশবপুর গরুর বাজারে আটক করা হয়েছে। মালিক গরুটি নিজের বলে দাবি করলেও গরু ব্যবসায়ী এ দাবি প্রত্যাখ্যান করেছেন। ফলে তা গড়িয়েছে সালিশে।
সূত্র জানায়, রবিবার দিবাগত রাতে সংঘবদ্ধ চোরেরা বানিয়াচং উপজেলার যাত্রাপাশা মহল্লার তোফাজ্জল মিয়ার গোয়াল ঘরের তালা ভেঙ্গে একটি গাভী ও বাছুর (ষাড়) নিয়ে যায়। তোফাজ্জল মিয়া গরুর খোঁজে শায়েস্তাগঞ্জ উপজেলার কেশবপুর বাজারে গিয়ে উপস্থিত হন। বাজারে গিয়ে তিনি রাজিউড়া ইউনিয়নের আমিনপুর গ্রামের ব্যাপারী শাস্তু মিয়ার কাছে তার চুরি হওয়া বাছুরটি (ষাড়) দেখতে পান। বিষয়টি তিনি বাজার কমিটিকে অবগত করে তাদের সহযোগিতায় বাছুরটি আটক করেন। তোফাজ্জল মিয়া বাছুরটি তার নিজের বলে দাবি করলেও ব্যাপারী শাস্তু মিয়া তা প্রত্যাখ্যান করেন। এ নিয়ে মতবিরোধ দেখা দিলে বিষয়টির সুরাহার জন্য তা সালিশে গড়ায়। পরে বাছুরটি বাজার কমিটির জিম্মায় দেয়া হয়। সিদ্ধান্ত হয় আজ মঙ্গলবার এ বিষয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হবে। সালিশে তাদের উভয়কে প্রয়োজনীয় তথ্য প্রমাণাদি উপস্থাপন করার জন্য বলা হয়। যিনি তথ্য প্রমাণের ভিত্তিতে বাছুরটি নিজের বলে প্রমাণ করতে পারবেন তিনিই এর মালিকানা পাবেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com