মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের পূর্ব লেঞ্জাপাড়া গ্রামের বাসিন্দা মারুফ মিয়া। তার স্ত্রী শিশু জন্ম দিয়ে মারা যান। মাতৃহারা শিশুটি দীর্ঘদিন পুষ্টিহীনতার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। বিষয়টি জেনে শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া শিশুটির উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ চান। ডাক্তারের পরামর্শে তিনি শিশুটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করেন। সেই সাথে তিনি সকলের নিকট দোয়া চান এবং শিশুটির পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন।
ওয়ার্ড কাউন্সিলর মোঃ নওয়াব আলী বলেন, পৌর মেয়র বিষয়টি জেনে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com