চুনারুঘাট প্রতিনিধি ॥ শ্রাবণের সংক্রান্তিতে ঢাকঢোল পিটিয়ে আনন্দধারায় উদযাপন করা হয়েছে শ্রীশ্রী মনসা দেবীর পূজা। ১৮ আগস্ট রবিবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে একশটিরও বেশি মন্ডপে অনুষ্ঠিত হয়েছে এ পূজা। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মা মনসা লৌকিক সর্পদেবী হিসাবে পরিচিত। সর্পদংশন প্রতিরোধ ও সাপের বিষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এ দেবীর পূজা করা হয়ে থাকে। মা মনসা প্রজনন ও সমৃদ্ধির দেবী। তিনি নাগরাজ বাসুকীর ভগিনী ও ঋষি জগৎকারু বা জরৎকারুর পতœী। মনসা বিষহরি, জগৎগৌরী, নিত্যা ও পদ্মাবতী নামেও পরিচিত। হিন্দুধর্ম মতে পঞ্জিকা তারিখে শ্রাবণের শেষ দিন এ দেবীর পূজা হয়ে থাকে। মাসব্যাপী পদ্মাপুরাণ পাঠের মাধ্যমে কীর্ত্তন পরিবেশন করে মনসা মাকে আহ্বান করা হয় এবং শ্রাবণ মাসের সংক্রান্তি দিন প্রতি ঘরে ঘরে এ পূজা করা হয়। চুনারুঘাট পৌরসভার বড়াইল, হাতুন্ডা, আমকান্দি গ্রামসহ উপজেলার নালুয়া, আমু, চান্দপুর, রেমা, দেউন্দী, লস্করপুর, গিলানী চা বাগানসহ বিভিন্ন পূজামন্ডপে হিন্দু ধর্মাবলম্বীরা জাঁকজমকপূর্ণভাবে এ পূজা পালন করেছেন। ১৯ আগস্ট সোমবার অশ্রুধারায় মা মনসা দেবীর প্রতিমা বিসর্জন দেন ভক্তরা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com